সময় বাড়তে বাড়তে অবশেষে এক চাকা
বহু চর্চিত হয়ে উঠলো জীবন
বাতি ঘরে শুরু হল আগুনের খেলা
নাকের কাছে চোখ এনে কেউ লিখল ইতিহাস
পরিব্রাজকের রাজন্য ভাতা বৃদ্ধি পেল
উঠে এলো রাজকীয় সাতকাহন !
শরীরে তেল মেখে এগিয়ে যাচ্ছে কিছু মানুষ
তার পেছনে ছুটছেন আমার প্রথম পূর্বপুরুষ
পাখি-পাখালি গাছে গ্রাম ছিল তাদের
এখন দশ লক্ষ্যর রঙ্গশালা
শাদা জামা গুলতে রক্ত দাগ আছে তবু অদৃশ্য
ভানুমতীর খেল ......
তখন থেকে দৌড়াচ্ছেন বলে আমার পূর্বপুরুষ
ক্ষিদে বাড়ছে আমার
তেলের গ্যালনে টাকা
তাক লাগানো ধংস ভাণ্ডার ......
চাকাটা চিরতরে ভেঙ্গে গেলে বেশ হয় ......
নিজের হাতে নিজের খাবার মন্দ নয় মন্দ নয় ।