Saturday, 12 May 2012

মর্গ ল





মর্গে সেই শান্তি নেই ; পাখির ঠোটে নেই
গম দানা বায়ে শেয়ালের ব্যবসাপাতি
সারস ডানায় শান্তি নিশান প্রেমিকার আঁচলে
জাগতিক ভবিষ্যৎ !
দেখুন , অথচ কি দারুণ ঘুমিয়ে আছে শাবক
মাতৃ ছাড়া লাশ নাম নিয়ে , শল্যবিশারদ
জার্মানি কাঁচি নিয়ে প্রস্তুত হৃদয়ে আঘাতের চিহ্ন
আছে কতখানি মরণের পরে খুঁজে নিতে !
এই নিঝুম নিস্তব্ধ উপত্যকা'য় সার বেধে ইতিহাসের
চরিত্র ঘুমিয়ে আছে ; দম্ভ মায়া লালিত্য মমতা
বেঁচে ছিল যখন তখন ধুন্ধুমার আমির সাথে আমিত্বের
এখন দ্যাখো আমি কতসুন্দর শুয়ে আছি আমিত্ব
পাঠিয়েছি তোমার ঘরে !
বেশ সাজিয়ে নিয়েছ তুমি মর্গ ইঁদুর বিড়াল ছাগলে পাগলে ,
আর কিছুক্ষণ থাকো এইভাবে ঘুমিয়ে
কতকাল হয়নি কো ঘুম
কতরাত বিনিদ্র পাহারায়
কত উপোষী দিনে জটিল মন্ত্রণা সভা , রাজপথ স্বদর্প
ঘোষণা , বদলের স্বপ্ন সমাধি ...
এবার ঘুমোও তুমি ......

মর্গ স্বপ্ন ধরে রেখে ক্লান্ত এবার !
বিস্বাদ গুমট ছন্নছাড়া নিঃশ্বাস প্রশ্বাসে ভুলে গেছে তিনি নিজেই
এটা রঙ্গমঞ্চ ক্ষয়িত বিশ্বাসের ,
বিষাক্ত এই উপত্যকা ধরেই জন্ম মৃত্যুর সীমাহীন ক্রন্দন ...

ঈশ্বর কোটি বছর ধরে এই সংবিধান ...
সংশোধনীর নেই বিরোধী প্রস্তাব ?