Friday, 11 May 2012

চিঠি


রাণী ,

সময় করে উঠতে পারিনি উত্তর দেবার , বল কেমন আছ ? মনে হচ্ছে তোমার কাছে চলে যায় , সারাদিন রাত তোমার কাছে থাকি , নদী নীল সাগরে ভেসে চলি আমরা দুই জন , তোমাকে
ছুঁতে চাওয়ার কি নিদারুণ ইচ্ছা আমার
জীবন অনেকখানি চাই ...... অনেক দিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে ঢের বেশী , কিচ্ছু ভাল লাগছে না , জীবনে শুধুই শুন্যতা
মনে হচ্ছে আমি তুমি দূর কোন পাহাড় সমুদ্র জঙ্গল ঘেরা কোন দেশে যায় , সারাদিন টো টো করে ঘুরবো দুজন , আর সেই নাম না জানা পাখি যখন ঠোঁটে করে নিয়ে আসবে প্রিয়ার খাবার দেখব দুই চোখ ভরে , আমি তুমি ক্লান্ত যখন -- রাত অন্ধকার কোন এক নির্জন কুঁড়ে ঘরে আমাদের আস্তানা ... তোমার ঠোঁটে ঠোঁট রেখে চেটেপুটে খেয়ে নেব তোমার সব ক্ষিদে ... সারারাত ঝির ঝির বৃষ্টি জেন আমাদের জন্য আমাদের ভালবাসার জন্য ... তোমার সঙ্গে মিশে আমিও শুন্য .................................

কালের সীমাহীন এই ক্রন্দনে মুছে যাক যাবতীয় রহস্য হাসি , দূরে যে ফাঁসি কাঠ এখনো প্রস্তুত মিলনে , তার নিচে দাড়িয়ে খুঁজে নেব না হয় জীবনের মন্ত্র ধ্বনি ,
এখন চুপ থাক সময় , অপরাহ্ণ আসুক দূরের বাঁশ গাছে ,এখনো প্রস্তুত নই এভাবে ক্ষয়ে যাবার , ঢের জন্ম এসেছিল আগে ঢের জন্ম পেছনে ফেলে দ্যাখ দাঁড়িয়েছি আমরা দুইজন... সবই মিথ্যার অভিপ্রায়ে ?

রাণী ---- খুলে ফেলেছি জীবনের রণসাজ , সত্যি বলে যদি কিছু থাকে বেঁচে সেখানে এই উভচরী প্রাণ হাঁসফাঁস ... গলবন্ধে তাবিজ-কুবিজ অনেক চাপিয়ে দেখেছি এতকাল , শান্তি নেই , সেই এক জন্ম এক মৃত্যু এক সন্তান জন্ম দেবার মেশিন , অনেক ঘুরে ঘুরে ক্লান্ত , মথ থেকে এবার প্রজাপতি হবার পালা

কাটাকুটি খেলিনি নিজেকে নিয়ে , নিজেকে শুধু স্রোতে ভাসিয়ে চলেছিলাম এতদিন , যেদিকে মধু সেদিকেই ছিল জীবনের গতি ... এই অসময়ে বলছি- বিশ্বাস করো ঘেন্না ধরে গেছে জীবনে , এতদিন প্রাপ্তির ভাণ্ডারে কিছু সংখ্যাতত্তের ভীরে নিজে হারিয়ে এখন ভেসে উঠতে চাই তোমাকে ধরে

রাণী , যদি ভুলে যেতে চাও আমার বান্ধবহীন অস্তিত্ব , যদি ভুলে ভুলে যেতে চাও সময়ের বন্ধন , যদি ভুলে যেতে চাও আমার চোখের বিশ্বাসযোগ্যতা , তবে যেও আমিও দেবনা বাধা কিছুতেই ...
রাণী , তুমি জাননা বোধহয় বন্ধন মুক্তি নেই মৃত্যুতেও , মৃত্যুতেও নেই শান্তি প্রলেপ ... যতসব শাদা বক পায়রায় ঠোঁটে দ্যাখ লেগে আছে বিগত জীবনের স্বাদ , এই অবেলায় বুঝি একটা জন্ম যথেষ্ট নয় জীবনের জন্য , দ্বিতীয় জন্ম তৃতীয় জন্ম পেলে বেশ হত ... গুছিয়ে আবিস্কার করা যেত তোমাকে ।
ফিরে এসে পুনরায় বুকে তুলে নাও এই জীবন , দ্যাখ এখন হ্রদয়ের প্রতিটি হ্রিদপন্দনে তোমার সুর ই বাজে একতালে এক লয়ে
তোমার প্রতীক্ষায় রেখে গেলাম এই স্মৃতিসম্বল , বুকে আঁকড়ে রেখে
ভালোবাসায় তুলে নিও আমার হৃদয় ......