Saturday, 12 May 2012

রিফিউজি




এক আশ্চর্য ক্যাম্প , ত্রিপলের উষ্ণতা
বুলেটের রণ মুখ নেই এদিকে ;
অপূর্ব এক দৌড়
সীমা ছাড়ানোর খেলা --- অসীম !

কিলবিল করছে
অণু পরমাণু ভেতরের ঘরে ...
নেই চোখে
তবু আছে রক্ত সংবহন তন্ত্রে ...
জানো না ?

সেই আমাদের পূর্বপুরুষ থেকে
শুরু পথ ভাঙ্গা
জল হাওয়া আগুনের জীবন- মরণ খোঁজ
প্রত্যেকটা মুখ ঘুরিয়ে দেখি
এটা হাসান ঐ মকবুল
কিন্তু আমি ?
তন্ন তন্ন ধরে একটা আমিকেও
ধরতে পারছিনা !

সর্ব উপলব্ধিতে রিফিউজি ক্যাম্প দৃশ্য
উপ্রি পাওনা
আরো গহন কিছু ক্ষত
বিক্ষত করে রাতে ... আমি বুঝি
বুঝি
তুমি যা ভাবছ তার বাইরেও আস্ত এক জগত
তুমি থেকেও নেই ......
আমি না থেকেও আছি ।