Friday, 11 May 2012

বাঁ পাশ


ইন্দ্রাতীত কিছু ঐন্দ্রজালিকা ইতস্তত ঘোরাফেরা ,
এমদ্বিতীয়ং স্নায়ু কোষে একমাত্র ঈশ্বর পিঁপড়ে অনুভূতি
দিয়ে এক বিন্যস্ত জাল । সরল অথচ জটিল তর্কাতীত
মোলায়েম রেশমি সুতোই বাঁধা পুতুল ; নড়নে প্রমাণিত
জ্যান্ত । সংবহন তন্ত্রিক নালিকায় বৈজ্ঞানিক যৌগ
ইন্ধনাগারে এক পিপে হাওয়া রসদের আবেদনে ।
অবিশ্বাস্য শৈল্পিক জরায়ুতে এঁকে দিলেন শিল্প আদিমতার ;
অথচ দ্যাখো চেয়ে কমতির অনুশোচনা বিনে ইভ নিয়মিত
প্রবাহিত জাহ্নবী ।
ভানুমতী নয় এখানে , এটুকু আর্ট কলেজের প্রথম বর্ষের
ছাত্রের কেরামতি , গণেশ পাইন আছেন পেছনে ।
অত এব  ; বুকের বাঁ পাশে এক পানপাতা সামান্য দ্যুলোক
অথচ ধীর স্থির নিয়ন্ত্রিত এক মহাকাশ ।
এক রক্ত আর কিছু মাষের অধিকারের নিয়ন্ত্রক মস্তক ...
আর পূর্বপুরুষ হতে এক সংক্রমিত রূপান্তরে এখনো
অনির্দিষ্ট যা কিছু তার নির্দেশনায় বা পাশটায় সবকিছু ।