Friday, 11 May 2012

সুনন্দা


জল প্রপাতে বেচে থাকে যেসব গৈরিক
বিকালের স্মতি
পাহাড়ের গায়ে
নির্জনতায় নিস্তব্ধতায় যত বার হাতরেছি তাকে সে
ফাগুনের ভোরের কুয়াশার মত আবছা
ছায়া সরণি.........
নিরালম্ভ এক ঘেয়ে আর্তচিৎকার
বেদনার নিলাভ ছানি চোখের স্বপ্ন বিলাসী,
আশ্চর্য মহিমায় সেই ডাক বেঁচে থাকে
তবু ও আমৃত্যু
"তুমি কেমন আছো ?


শবদেহ করে কাটাকুটি প্রত্যেকদিন
জীনের বিষ দাত খুঁজি
প্রপিতামহের বয়ে আনা রক্ত ধারা আজও
বিষাদের কোন সে কথা বলে ?
আবর্জনা স্তূপাকার
তুসের আগুন ধিক ধিক মন পোড়ে
সূর্য অভিমুখে গমন জীবনের
কাঁদা মাখা আমন আল পথ ধরে হাঁটতে হাঁটতে
বুকে হাপরের টান বেড়ে যায় অনিয়ন্ত্রত
জন্ম অস্রুতে,
মেঠো কাকের ডানা ঝাপ্তানিতে
ধানের ডগাই হাওয়ার শিরশিরানি শব্দে
অনুচ্চারিত অনান্ত ডাক
"তুমি ভাল আছো তো ?


এখন ও বেঁচে থাকে বাউল এ লালন বৈরাগ্য
প্রজাপতি পাতায় চুষে নেওয়া সূর্য রং
জয়দেব যে মহিমায় একেছিলেন কৃষ্ণা সখী কথা
রুপের অতল গভীরে মনন হারিয়ে
খুজি বেশি রঙ মাখা
মুখের বিজয় গাঁথা ইতিহাসের নষ্ট নর্তকী
জহরবাই লখনর হারেম , দেবদাসী,
জন্মান্ধতাই জেনেছিলাম যা...
অপূরণীয় ক্ষতি পুষিয়ে দিতে পারে প্রেম......
ঘুমের অন্তলিলার শেষ লগ্নে
ওম সত্য ধ্রুব সত্তের মত কোন এক সত্য
এল বলতে
"মনে পরে আমাকে ?


এই অন্ধজ্ঞ্যানি বিষাদ বৃষ্টি
১৮অহনি আরবি ঘোড়ার সেনাপতি আমি
দুর্ভেদ্য মর্মভেদী বর্মে আবদ্ধ নিজে...
তবু ও
এখন ও ফাঁকা রেখেছি মনের আস্তাকুরে ঘর
আর সব ই তো রয়েছে জঙ্গলে পরিপূর্ণ হয়ে
এই আষাঢ়ে শেষ বীজ বপন করবো প্রেম এর
সুনন্দা তুই যেখানেই থাকিস
যে গ্রহহের উপরে চাঁদ হয়ে থাকিস না ফুতে
এই অতি বর্ষণে ও বাঁচিয়ে রেখেছি বীজ
তোর উষ্ণতা পেলে উঠবে জেগে
শুধু বলে দে না তুই
".আমাকে ভালবাসিস তুই আমার মতন এ করে..."