০১
নিষিদ্ধ হতে আসা সব জন্ম
পূর্ব জীবনের ঈশ্বরের সন্তান
অহং বাঁধ ভাঙলে
আকুতিতে অন্য এক জীবন !
০২
দ্বিতীয় বিশ্বাসে নারী কিম্বা মা
প্রথম বিশ্বাসে শূন্যতা
মহার্ঘ্য ভাতা তুলে নাও শুধু
নির্জনে দেবালয় !
০৩
বিন্দু মানচিত্র এক নষ্ট নীড়
খামারে শুয়োর পালন
ইতিহাস পুনরাবৃত্তিতেই সিদ্ধহস্ত
আমরা ভুলে যায়
দ্বিতীয় অভাবে প্রথম অভাবের ক্রন্দন !
০৪
অনেক ইজ্জত আমাদের
থাপ্পড় ঘোমটা ইজের আঁচল
পা থেকে মাথা পর্যন্ত ইজ্জত
চেয়ে দ্যাখ
দৃশ্য বাদ দিয়ে
একটা মনও আছে !
০৫
জানালা দিয়ে কাছে তুলো গাছ
উড়ন্ত অবহেলায় প্রাণ
উড়ছে শিবু মাঝি
হেলিপ্যাডের প্রস্তুতি শেষ হয় !
০৬
ইতিহাস হয়ে যাওয়া চরিত্র
ইতিহাস হতে চাইনি কোন দিন
ঘাতক সেনা ইতিহাসের ছাত্র নয়
অণুঘটক রয়ে যায় !
০৭
শব্দ ভাণ্ডার কিছু শব্দ উদাহ
প্রতিপক্ষ নয়- শত্রু
জমিনের নির্দেশে
আমার ভাই --- আমি শত্রুনাশক !
০৮
দেশ কালের সীমানা ভাঙছে ক্ষিদে
দেশ প্রতিবেশী নিরন্ন বছর বছর
সাপ- নেউল হতে পারলে উপর উপর
শাসন ক্ষমতা বর্তায় !
০৯
প্রেমের কথা তুমি লেখো কবি
হাজার হাজার বছর
আমি হৃদয়ে হৃদয়ে উষ্ণতা এঁকে দিতে
খুঁজে নেবো আমার শহর