বুদবুদ থাকে যতক্ষণ-- আমি মায়াতে নিবদ্ধ থকি ।
সম্পূর্ণ দিয়ে তাকে ভাবি বাকী রইলো কি কিছু তবে !
আমার সম্বল বলতে একটা হৃদপিণ্ড , তাকে জল
আলো নক্ষত্রের সমারোহে সমৃদ্ধ করি , প্রস্তুত করি
আর প্রতিধ্বনি তুলবার জন্য ----
কিন্তু ঐ পর্যন্তই , তাকে আর ধরতে পারিনা,
সে ভেসে চলে গ্রহ থেকে গ্রহন্তরে ।
দেখি বালিয়াড়িতে সূর্য ডুবছে নির্দ্বিধায় , আর অক্লেশে
পেরিয়ে যাচ্ছে দিন বন্ধুর দল ,
এই দূরে থেকে নির্লিপ্ত চোখে শিখে নিতে চাইছি
বদলের ঘোড়ায় চরার রণকৌশল !
বন্ধুত্ব কি খুব ঘনিষ্ঠ ছিল ? বন্ধুত্ব হয় না মানুষে মানুষে ?
বন্ধুত্ব তো কিছু অনুভূতি ভিন্ন কিচ্ছু নয় !
আমি একশত বছর ঘুমিয়ে থাকতে চাই ......
ঘুম ভেঙ্গে যেন দেখি সব স্তব্ধ হয়ে গেছে ... , আর
আমি হাত চাটছি রাহুলের ......
একশত বছর আগের সেই রাহুল কি ?