Friday, 11 May 2012

এপ্রিলের দুঃস্বপ্ন


তখন দিগন্ত ধরে রামধনু অলীক অলীক স্বপ্নের ; ঝঞ্ঝার
পরেই আগুনের উত্তাপ মনের সরণীতে রঙের উৎসব ,
তবুও খানিক পরে নিভে গেলে আগুনের উৎস জোনাকিরা
করে দিনের আয়োজন ; আর কেরোসিন শিখাতে রাতের নিস্তব্ধতা ।
ঝিঁঝিঁর কর্কশ থেকেও আরও কিছু গভীর স্বর ডেকে ওঠে
খোলা আঁধারে , আমাকে বিহমিত করে তুলে নিয়ে যায় গভীর আবেশে
তারে পারিনা ফেরাতে !
দেখি এক আঁধার আসরে মেলেছে সংসার এক অবিনশ্বর আমারই
আমার পিতা পরমেশ্বর ," বলে কেমন আছো ? " ভালো আছি
ভালোই তো থাকবার কথা ছিল , যেমন পরিণত শাবক ছেড়ে
চলে যায় জন্ম পিতা ...
তুমি তো তাও করনি , অথবা তোমার মনে ছিল স্বাদ পিঠে- পাটালি
ল্যাংড়া আমে জেগে ছিল তোমার স্বাদ , কত দিন খাওনি ঘৃণা করে
উপেক্ষার এই দাবাকাশে ।

তুমি নেই বলেই ভালো নেই আমি , বোধহয় কেউ ভালো নেই
তবুও সম্মুখ সময়ে ভয় লুকিয়ে রাখা চাই জয়ের জন্য ।
এখনো এপ্রিল জুড়ে তীব্র তাপদাহ কাঠফাটা শূন্যতায় ভেসে ওঠে
বোরো ধান আর তিলের শুকনো গাছের উঠোনময় জঞ্জাল ।
আমি নির্লিপ্ত অনুতাপে কাজে অকাজে এখনো এপ্রিলের দুঃস্বপ্ন দেখি
প্রতিটি এপ্রিল শুঁকিয়ে দেয় আমার এক গ্যালন জল ।