Friday, 11 May 2012

গৃহ


পৃথিবী থেকে হারিয়েছে কবেই
গাছপালা পাখিপাখালি
পরশুরাম নিজেই ।
এতো নিযুত কোটি হাড় ছিল আগেও
এখনো বা কাজে বা অকাজে
অথচ একটাও দধীচি
উঠে এসে বলেনি আমাকে গ্রহণ করো ।

গৃহ এখনো গৃহ হয়ে ওঠেনি
রক্ত ঝরিয়ে টু পাইস
আর ওভার লোডের বোঝা বয়ে
স্বাদ আছে শুধুই
নারী বুকে
গৃহটাকে এখনো সাজিয়ে তুলতে পারেনি
গৃহর মত করে ।