অতএব এখানে ওখানে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে
রক্ত ঘামে এখনো কাজ করি পাথর খাদানে ।
রোজ রাতে চাঁদ ডুবে গেলে চোখের মত
এক নিয়মিত আঁধার আসে ।
ক্যাঁচর ক্যাঁচর শব্দ থেমেছে অনেক আগে
পাশের মরা গাঙের ও নেই কোলাহল ; শুধু সঙ্গী ঝিঁঝিঁ
এক কর্কশ বিলম্বিত তালে গেয়ে চলে জীবনের গান ,
দূর থেকে ভেসে আছে কীর্তনের সুর , তখনি
স্বপ্ন দেখি সেই সিঁড়িটার ।
আশ্চর্য এক আলোকচ্ছটা ঠিকরে বেরুচ্ছে সিঁড়ি থেকে , লম্বা ,
লম্বা আমাদের ঐতিহাসিক ভাইদের লাইন
পৃথিবীর সমস্ত চরিত্র জমা হয়েছেন ,
আমিও দাড়িয়ে আছি এক কোনে ।
ঐ তো আমার পিতা পিতামহ ! আজো লাইনে ? ঐ তো
দূরে সম্রাট খোঁজ নিয়ে ফিরছেন লাইন কতোটা পেরিয়েছে পথ ।
ইঞ্জিনের শব্দে ঘুম ভেঙ্গে যায় , আলোতে খেলছে চরাচর ।
ভাবি লাইন অনেক বড় আর আমার পরে আছে অনেক কাজ ;
লাইন গুলো এগিয়ে যাক কিছুটা দূরে
তারপর না হয় লাইনে দাঁড়াবো ধীরে সুস্থে ।