Friday, 11 May 2012

ক্ষিদে নেই


নির্বাচিত শব্দ ভাণ্ডারে সেই শব্দ আর নেই
খুঁজে খুঁজে হয়রান ; নীলে চিল উড়ে যায়
খোঁজ রাখি না  তার ।
মাঠে খুদকুঁড়া খোঁজেন আমার মা ; মাথার উপর
সমগ্র রোদ ঝরছে স্রোতের বিন্যাসে ;
উদাস হতে চেয়ে মাঠে বিকাল আসে যখন
আমার মা ঘরে ফেরেন
আমরা পাঁচ ভাইবোন
এক সংখ্যার নামতা শেষ করতে পারি না ।

তখন থেকে সেই শব্দ এখনো পেলাম না ;
ছায় গাঁদায় মৃত আগুন
অথচ আগুন মৃত নয়
অথচ খাদ্য নেই
অথচ খাদ্যর অভাব নেই ।

সেই শব্দ এখনো পেলাম না ; মা বলেছিলেন
"ক্ষিদে আছে "
আমি খুঁজছি , তামাম পার্লামেন্ট জুড়ে বলছে
দেশে ক্ষিদে নেই
সমগ্র ইতিহাস থেকে এক রাতে ক্ষিদে শব্দ গেছে উবে...
আমি খুঁজছি
তবু পাচ্ছি না , দেখেছেন আপনারা ?